× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় সাংবাদিকের ওপর হামলা চেষ্টা মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:৫৪ পিএম

সাংবাদিকের ওপর হামলা চেষ্টায় দণ্ডিত আসামি রহিম উদ্দিন । প্রবা ফটো

সাংবাদিকের ওপর হামলা চেষ্টায় দণ্ডিত আসামি রহিম উদ্দিন । প্রবা ফটো

ট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের ওপর হামলার চেষ্টা ও হুমকির মামলায় একজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও একমাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। এই মামলার চার আসামির মধ্যে তিনজনকে খালাস দেওয়া হয়েছে। 

দণ্ডিত রহিম উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। বাদীর আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দিদার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বাদী আব্বাস হোসাইন বলেন, ‘২০২২ সালের ২৬ অক্টোবর পূর্ব-বিরোধের জেরে আসামিরা আমার ওপর হামলার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনি এলে আসামিরা আমাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে মামলার প্রধান আসামি রহিম প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে আসছেন। পরে চারজনকে বিবাদী করে আমি থানায় সাধারণ ডায়রি (জিডি) করি। জিডির তদন্তের সত্যতা পাওয়ায় পুলিশ প্রসিকিউসন দেন আদালতে।’

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক আব্বাস বলেন, ‘ন্যায় বিচার পেয়েছি আমি। বিজ্ঞ আদালত, আইনজীবীসহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’                                            

বাদীর আইনজীবী দিদার আলম বলেন, ‘মামলার সাক্ষী ও দুপক্ষের যুক্তি-তর্ক শেষে বিজ্ঞ আদালত এই আদেশ দেন। যুক্তিতর্কের  দিন ও রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা