প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫ পিএম
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আপিল ফিরে পেয়ে মাহির প্রতিক্রিয়া ছিল রাজশাহী- ১ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাহির বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে সমর্থন করা এক শতাংশ ভোটারের মধ্যে অন্তত তিনজনকে পাওয়া গেছে যারা এতে সই করেননি। এ ছাড়া এ আসনের ভোটার নয়, এমন একজনের নামও ওই তালিকায় ছিল।
মাহি এ সম্পর্কে বলেছিলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে রিটার্নিং কর্মকর্তা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপিল জমা দেওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’