× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসির দ্বিতীয় দিনের শুনানিতে বাদের হিড়িক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে ১১ ডিসেম্বর দ্বিতীয় দিনে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে ১১ ডিসেম্বর দ্বিতীয় দিনে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। চলবে বিকাল পর্যন্ত।

সোমবার দিনের শুরু থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়। এর মধ্যে আপিল বাতিল হয়েছে ২২ জনের। আর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এ হিসাবে আপিল বাতিলের হারই বেশি।

প্রথম দিন গতকাল রবিবার ৯৪ জনের আবেদন নিষ্পত্তি করে ইসি। এদের মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। আর আবেদন বাতিল হয় ৩২ জনের। এ ছাড়াও ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানোর কথা জানায় কমিশন।

১৫ ডিসেম্বরের মধ্যে সব আপিলের নিষ্পত্তি করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ইসি। 

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১৬ জন। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭৩১ জনের। 

শনিবার (৯ ডিসেম্বর) প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ৫ দিনের আপিলের সময় শেষ হয়। এ দিন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ১৩০ জন। পাঁচ দিনে মোট আবেদন জমা পড়ে ৫৬১টি। তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া অন্তত ১১ জনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধেও আপিল করা হয়েছে। 

মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ৫৬১ জন, যাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা