× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

হবিগঞ্জ সদরে স্কুলছাত্রী মদিনাতুল কোবরা জেরিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার ধল গ্রামের জাকির হোসেন ও পাটলী গ্রামের বাসিন্দা নূর হোসেন।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর পেশকার প্রার্থ প্রতীম সেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দুজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। ২১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক স্কুলছাত্রীকে হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। পাশাপাশি অপহরণের অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

তিনি আরও বলেন, আসামি জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি নূর হোসেন পলাতক আছেন।

এজাহার সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী জেরিনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির। সিএনজিচালিত অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেরিন। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নূর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এ রায়ের ফলে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা