× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীর ৩ বছর কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২০:৩৪ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে। 

সোমবার (২১ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। রায় ঘোষণার দিন তারা আদালতে উপস্থিত হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান তারা। পরে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা জারি করেন। অপর চার আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণীতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১০ সাক্ষীর মধ্যে ৯ জন আদালতে সাক্ষ্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা