× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবি আইনজীবীদের

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:৩৮ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৭:৩৭ পিএম

পঞ্চগড় জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মানববন্ধন। প্রবা ফটো

পঞ্চগড় জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মানববন্ধন। প্রবা ফটো

সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন পঞ্চগড়ের আইনজীবীদের একাংশ। 

সোমবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড় জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়। এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক আদম সুফি ও সাংগঠনিক সম্পাদক হাবিব আল আমিন ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ‘গত ১৫ আগস্টের আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ সিনিয়র বিচারপতিরা যে ভাষায় কথা বলেছেন তা সাধারণত কোন রাজনৈতিক কর্মী তার দলীয় সভায় এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা এমন বক্তব্যে হতবাক। বিচারপতিরা সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে- আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, নিরপেক্ষভাবে বিচার করবেন। কিন্তু তারা আজ তা করছেন না।’

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক এমপি রীনা পারভীন, মির্জা আমিরুল ইসলামসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা