× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়র তাপসের বিচারের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ২১:১৯ পিএম

বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। প্রবা ফটো

বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। প্রবা ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে বিচার বিভাগ সম্পর্কে কটূক্তি ও সুশীলদের হুমকির অভিযোগ এনে বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২৯ মে) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সুপ্রিম কোর্ট বার ভবন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে কয়েকশ আইনজীবী শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। সুপ্রিম কোর্ট থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেট হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন ও বিক্ষোভে মিলিত হয়।

মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলীসহ প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচি থেকে আগামী ৩১ মে দুপুর ১টায় সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে মেয়র শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে আইনজীবী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও। সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের নেতৃত্ব শতাধিক আইনজীবী সমিতিতে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ এনে প্রতিবাদে সমাবেশ করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত সমাবেশে সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের সংক্ষিপ্ত কথা, একেবারে সোজা সাপ্টা বাংলা, যারা আমাদের এ দলে ছিল, যারা দলের উচ্ছিষ্টে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আমল থেকে এ মানুষদের আমরা জেনেছি, তাদের আমরা চিনেছি, যখন ওয়ান ইলেভেন নেমেছে, তখন আমাদের এক নেতা এ সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার (এম আমীর-উল ইসলাম) কী ভূমিকা ছিল তা জাতি জানতে চায়। আপনি আমাদের লোক নন। বঙ্গবন্ধু যেদিন আপনাকে বহিষ্কার করেছেন, সেদিন থেকে এ জাতি আপনাকে চিনেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে চিনেছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আপনাকে চিনেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা