× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ আত্মসাতের অভিযোগ

সাঈদ খোকনের বিরুদ্ধে প্রমাণ পায়নি পিবিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৮:১৯ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৮:২৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থাটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন গ্রহণ করে বুধবার (১৭ মে) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

অব্যাহতি পাওয়াদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা। তারা হলেন, সংস্থাটির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ। অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ।

আদালতের বেঞ্চ সহকারী মো. জনি প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি পর্যালোচনায় জানা যায়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি হয়। সাঈদ খোকনসহ সাতজনকে আসামি করে ২০২০ সালের ২৯ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ওই মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের প্রমাণ পায়নি সংস্থাটি। এ পরিপ্রেক্ষিতে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে ৮ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন পিবিআইয়ের পরিদর্শক এজেডএম মনিরুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা