× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেয়ারম্যান টুকুর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করল হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৯:২৯ পিএম

চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। ছবি : সংগৃহীত

চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যেই আবার স্বপদে ফিরছেন তিনি। 

'প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়' এমন চিন্তা থেকে স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তার সাময়িক বরখাস্তের আদেশ বুধবার (৩ মে) ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

হাইকোর্টের খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ স্থানীয় সরকারের ৩৪ (১) ধারার সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করে টুকুকে চেয়ারম্যান পদ বহাল রাখার নির্দেশ দেন।  

এর ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে সাংবিধানিকভাবে টুকুর আর কোনো বাধা রইল না। 

উল্লেখ্য, চাখারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

একই বছরে তাকে এক নম্বর আসামী করে বানারীপাড়া থানার অভিযোগপত্র ২৮ অক্টোবর বরিশাল আদালতে গৃহীত হয়। 

তবে, ওই হত্যা মামলাকে প্রথম থেকেই রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত বলেছেন টুকু। 

তিনি বলেন, 'মানুষ বিমুখ রাজনীতি যারা করেন, আমি আজন্ম তাদের শত্রু। আমার এমন কোন কর্মকান্ড নেই যাতে সরকার বা দল বিব্রত হতে পারে। যারা বারবার পরাজিত হয়েছেন, তারা এ আধুনিক চাখার মেনে নিতে পারছেনা বলে, নানাভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং ধারবাহিক উন্নয়ন কাজ ব্যহত করতে এসব করছে।’ 

এদিকে, বহিষ্কার আদেশ স্থগিতের খবরে চাখার বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা