× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতার উপপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ২১:১৫ পিএম

বেতারের উপপরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। প্রবা ফটো

বেতারের উপপরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। প্রবা ফটো

সাবেক স্ত্রীর দেনমোহরের মামলায় বেতারের উপপরিচালক মুহাম্মদ মনিরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বরগুনার ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ নজরুল ইসলাম এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তানজিবুল হোসাইন সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে বেতারের উপপরিচালক পদে কর্মরত মুহাম্মদ মনিরুল হাসানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা গ্রামে।

মামলায় উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৩ ডিসেম্বর মনিরুল হাসানের সঙ্গে বরগুনার কলেজ ব্রাঞ্চ রোডের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে সানজিদা আরেফিন লিনথার ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করে রেজিস্ট্রি বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। দীর্ঘদিন সংসার করার পরে মনিরুল তার স্ত্রীর নিকট যৌতুক দাবি করে নির্যাতন শুরু করেন।

এ ঘটনায় ২০২১ সালের ১৯ জানুয়ারি বরগুনার সিনিয়র সহকারী জজ আদালতে মনিরুল হাসানের বিরুদ্ধে একটি মামলা করেন সানজিদা। মামলার পর ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি মনিরুল তার স্ত্রীকে তালাক দেন।

এদিকে সানজিদার করা ওই মামলায় এ বছরের ২৭ মার্চ রায় ও ৩০ মার্চ ৩৩ লাখ ৫৩ হাজার ৮৩৩ টাকার ডিক্রি প্রদান করেন বরগুনার সিনিয়র সহকারী জজ এএসএম তারিক শামস।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, ডিক্রি জারির ৩০ দিনের মধ্যে বিবাদী মনিরুল হাসান ডিক্রির সমুদয় টাকা বাদী সানজিদা বরাবর প্রদান করবেন। ব্যর্থতায় বাদী আদালতের মাধ্যমে আইন মোতাবেক ডিক্রির টাকা আদায় করে নিতে পারবেন। 

বাদী সানজিদা বলেন, ‘মনিরুল হাসান আদালতের ডিক্রিকৃত টাকা না দেওয়ায় ডিক্রি জারি মামলা করেছি।’

আইনজীবী তানজিবুল হোসাইন সুজন বলেন, ’বিবাদী মনিরুল হাসান আদালতের ডিক্রিকৃত টাকা বাদী সানজিদাকে না দেওয়ায় মঙ্গলবার তিনি ডিক্রি জারি মামলা করেন। মামলায় আদালত মনিরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মনিরুল হাসান জানান, রায়ের বিরুদ্ধে তিনি বরগুনা জজ কোর্টে আপিল দাখিল করেছেন।

উল্লেখ্য, যৌতুক দাবি করে নির্যাতন করার ঘটনায় এর আগে ২০১৮ সালের ১৯ মার্চ সানজিদার বাবা বাবুল মিয়া বাদী হয়ে মনিরুল হাসানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলা এখনও চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা