× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক মামলায় কারাগারে সেই নাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ২০:০৭ পিএম

নাফিজ মোহাম্মদ আলম। প্রবা ফটো

নাফিজ মোহাম্মদ আলম। প্রবা ফটো

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে মাদক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১০ এপ্রিল) তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. শামীম হোসেন। 

শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মইনুল ইসলামের আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রনপ কুমার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে এ দিন সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি-বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এ ছাড়া তার কাছে একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও ৩০ হাজার টাকা পাওয়া গেছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয় ভাটারা থানায়।   

২০২১ সালে বাসায় মাদক রাখার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন নাফিজ। তখন তার বিরুদ্ধে মাদক, পর্নোগ্রাফি আইন ও বিটিআরসির অধীনে তিনটি মামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা