× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৫:৩০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সংবাদ শেয়ার করার অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিবেদক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের সাইবার ট্রাইবুন্যালে এই মামলাটি করেন যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বারব। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।  

হেলাল আকবর চৌধুরী বাবর এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।   

অভিযোগের তথ্য অনুযায়ী, যুগান্তর পত্রিকার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বাবরকে ‘দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে সম্বোধন করা হয়েছে। এতে বাদীর মানহানি হয়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৬ ও ২৯ ধারায় মামলাটি করা হয়। ওই সংবাদটি আসামির ফেইসবুক আইডি থেকে শেয়ার করেও মানহানি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। মামলায় আসামির ঠিকানা দেখানো হয়েছে দৈনিক যুগান্তরের ঢাকা কার্যালয়।

এতে বলা হয়, গত ১৩ মার্চ রাতে যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ‘দুবাই ফেরত শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে শাহ আলম সিন্ডিকেটের সঙ্গে বাবরের সম্পৃক্ততা ও রেলের টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগের তথ্য প্রকাশিত হয়। তবে সংবাদে বাবরের বক্তব্য যুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বাবর মামলার অভিযোগে উল্লেখ করেন, সংবাদে বাদীকে ‘কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রদাতা, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে দাবি করা হয়। অথচ বাদীর নামে বাংলাদেশের কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা কিংবা অভিযোগ পর্যন্ত নেই।’ 

ঢাকায় প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামস, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একইদিন দেশের দুই পত্রিকার সম্পাদক-প্রতিবেদকদের বিরুদ্ধে মামলা হলো ঢাকা ও চট্টগ্রামে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা