× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ০০:৩২ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১১:১৯ এএম

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন উদ্ধারের ঘটনায় হওয়া মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মাোহা. আদীব আলী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাস।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালর ১৩ মার্চ র‌্যাব-৫-এর একটি দল গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। এ সময় ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছ থেকে ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান পরদিন ১৪ মার্চ চারজনকে আসামি করে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযাগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতর বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের অভিযাগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। আসামিদের উপস্থিতিতে এ দণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা