× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রহরীকে হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। প্রবা ফটো

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তরা। প্রবা ফটো

কুমিল্লায় একটি বাজারের প্রহরীকে হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. জাহিদ হাসান বাবু ও মো. মাসুম মিয়া।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘২০১৭ সালের ১২ মার্চ দাউদকান্দির গৌরীপুর নিউ মাকের্টে এক মোবাইল দোকানে চুরির সময় দেখে ফেলায় প্রহরী শফিকুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ অ্যাসিডে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শফিকুল ইসলামের স্ত্রী জোসনা বেগম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।’

আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ছবি, সাদা পাঞ্জাবি পরা মো. মাসুম মিয়া ও কালো পাঞ্জাবি পরা মো. জাহিদ হাসান বাবু। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা