× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দেননি পরীমনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম

আলোচিত অভিনেত্রী পরীমনি। ফাইল ফটো

আলোচিত অভিনেত্রী পরীমনি। ফাইল ফটো

শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি আলোচিত অভিনেত্রী পরীমনি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে বাদীর সাক্ষ্যের জন্য বুধবার (১১ জানুয়ারি) দিন ধার্য ছিল। তবে পরীমনি তার আইনজীবীর মাধ্যমে এদিন আদালতকে তিনি অসুস্থ বলে জানিয়েছেন। 

এ কারণে পরীমনির আইনজীবী সময়ের আবেদন করলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নীলাঞ্জনা জানান, সময়ের আবেদনে বলা হয়েছে যে প্রচণ্ড শীতে অসুস্থ থাকায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তবে মামলার আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে হাজিরা দেন।

২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার বোট ক্লাবে যান পরীমনি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির ও তুহিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে ২০২১ সালের ১৪ জুন নাসির ও তার বন্ধু তুহিনের নাম উল্লেখসহ তিন জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমনি। 

তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা