প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৩:৫৩ পিএম
রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের ছোড়াগুলিতে লালবাগ ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন, এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব বলেন, ‘আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার উপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করি। এসময় ভেতর থেকে মাদককারবারিরা গুলি চালায়।এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে ও কনস্টেবল সুজনের বাম পায়ে হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আতিক হাসানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ও সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনার পর তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।