× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে গুলিবিদ্ধ ২ ডিবি সদস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৩:৫৩ পিএম

ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে গুলিবিদ্ধ ২ ডিবি সদস্য

রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের ছোড়াগুলিতে লালবাগ ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন, এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। 

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব বলেন, ‘আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার উপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করি। এসময় ভেতর থেকে মাদককারবারিরা গুলি চালায়।এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে ও কনস্টেবল সুজনের বাম পায়ে হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আতিক হাসানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ও সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনার পর তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত প্রাইভেটকারটি  ডিবি হেফাজতে রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা