× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নেতার বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৯:১৭ এএম

আ.লীগ নেতার বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯

গত বছরের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন খান সুমন ওরফে হুন্ডি সুমনের বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রায় ১০ মাস পর মঙ্গলবার (২৭ মে) সদর থানায় মামলা দায়ের করেছেন গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরমান আরিফ।

মামলায় সুমন খানসহ ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। এরই মধ্যে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো এবং রাজিব উল করিম সরকার।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন যে, প্রধান আসামি সুমন খানের নেতৃত্বে তার বহুতল বাড়িতে ছয় শিক্ষার্থীকে আটকে রেখে অপকৌশল হিসেবে আগুন ধরিয়ে দেওয়া হয়। যার ফলে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি সুমন খান অর্থ পাচারসহ একাধিক মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা