প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৭:৩৫ পিএম
দুর্নীতি অভিযোগের অনুসন্ধান চলমান থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার অনুমতি দিয়েছেন আদালত।
শনিবার (২৪ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেন।
দুদকের পক্ষে সংস্থাটি উপপরিচালক মিনু আক্তার সুমি নিষেধাজ্ঞা ও ব্লক চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বানিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা এবং এনআইডি ব্লক করা একান্ত প্রয়োজন।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের একজন উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন।
গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণমাধ্যমে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকে অনুরোধ জানিয়েছেন।
দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে গত ২৭ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ, ইয়াছিন আলফাজ ও মুহাম্মদ শফিকুল ইসলাম।
অভিযোগে মোয়াজ্জেম হোসেন সম্পর্কে বলা হয়, “উপদেষ্টা হওয়ার পরপরই আসিফ মাহমুদ তাকে এপিএস পদে নিয়োগ দেন। এরপর থেকেই তিনি সচিবালয় ও সরকারি দপ্তরগুলোতে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান করে তদবির কার্যক্রম চালাতেন।”
সরকারি কর্মকর্তারা মোয়াজ্জেম হোসেনের প্রভাবে চাহিদামতো সুবিধা দিতে বাধ্য থাকতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।