প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২২:২১ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
আইনের সংশোধনীতে বলা হয়েছে, ‘তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে তিনি তদন্ত বা বিচারের যেকোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা নিতে পারেন।’
গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যবিধি, ২০১০-এর সংশোধনের খসড়া প্রস্তাবে প্রসিকিউটরদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।