× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীসহ ডিএনসিসির সাবেক কাউন্সিলরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১৬:৪৪ পিএম

স্ত্রীসহ ডিএনসিসির সাবেক কাউন্সিলরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রী শামীমা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বুধবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানকালে সংগ্রহ করা রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এরই মধ্য তাদের নামে ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে ফেলেছেন।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা