মাগুড়ায় শিশু ধর্ষণ
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২১:৪০ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২১:৪৫ পিএম
ফাইল ফটো
মাগুড়ায় আট বছরের শিশুকে ধর্ষণকারী হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (১৫ মার্চ) সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে বিচারক সব্যসাচী রায় হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। কোর্ট এবং থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে সোমবার (১০ মার্চ) ওই শিশু ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন অভিযুক্ত চার আসামিকে বিচারকের সামনে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল মতিন তদন্ত কর্মকর্তার শুনানি শেষে হিটু শেখকে ৭ দিন এবং অপর ৩ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (১২ মার্চ) বিকালে আসামিদেরকে রিমান্ডে নেওয়া হয়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চার আসামির একই সময়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এক নাম্বার আসামি হিটু শেখের কাছ থেকে বেশ কিছু চাঞ্চালকর তথ্য পাওয়া গেছে। যা আমরা যাচাই-বাছাই করে মিলিয়ে দেখছি। আসামিদের মুভমেন্ট সম্পর্কে আমরা তেমন কিছুই জানাতে পারছি না নিরাপত্তার স্বার্থে।
তিনি বলেন, শনিবার বন্ধের দিন না হলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছাতো। আশা করি আগামীকাল রিপোর্টটি এসে পৌঁছাবে। আগামীকাল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
৮ বছরের শিশুটি তার বড় বোনের শ্বশুরবাড়ি শহরের নিজনান্দুয়ালী মাঠপাড়ায় অবস্থিত হিটু শেকের বাড়িতে বেড়াতে আসে। সেখানে সে বুধবার (৫ মার্চ) রাতে ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার ও বৃহস্পতিবার আরও দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয় শিশুটির।