প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১১:৪৫ এএম
আবরার ফাহাদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রবিবার ঘোষণা করা হবে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন।
শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকায় দেখা যায়, আবরার হত্যা মামলাটি ১ নম্বরে রাখা হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় এবং রায় অপেক্ষমাণ রাখা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল কে বি রুমি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০২২ সালের ৬ জানুয়ারি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে আসে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। পরদিন তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা করেন। মাত্র ৩৭ দিনের তদন্ত শেষে ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্র দাখিল করে।