× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম

চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ফটো

চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ফটো

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত সরকারকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলা হয়, যেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। চট্টগ্রামে তার নেতৃত্বে ২৫ অক্টোবর এক সমাবেশ হয়, যা মামলার সূত্রপাত বলে জানা যায়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।

এরপর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। জামিন আবেদন করলেও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে এ নির্দেশের পর চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়, যার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এরপর থেকে কারাগারে থাকা চিন্ময়ের জামিন আবেদন ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতও খারিজ করে দেন। অবশেষে, চিন্ময় হাইকোর্টে জামিন আবেদন করেন, যার শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা