× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫২ পিএম

আদালত চত্বরে বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

আদালত চত্বরে বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা এ মামলায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত ছিল। ওইদিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এবং তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন জানান। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৪ ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন এবং আসামির জামিনও মঞ্জুর করেন।

গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। সেদিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ২৮ নভেম্বরের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এবং নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী সংবিধানসম্মতভাবে গঠিত সরকারের প্রধানকে হেয় করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

এ আদেশের ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা