× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী হত্যার দায়ে খুলনায় কনস্টেবল লিটনের মৃত্যুদণ্ড

খুলনা অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

কনস্টেবল লিটন কুমার দেবনাথ

কনস্টেবল লিটন কুমার দেবনাথ

খুলনায় স্ত্রী হত্যার দায়ে এক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি কনস্টেবল লিটন কুমার দেবনাথ খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর ওয়ার্ড পৌরসভার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলফাজ হোসেন শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নথির বরাতে তিনি জানান, ২০২০ সালের ২ মার্চ বিকালে রূপসা উপজেলার দোয়া গ্রাম থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তে বেরিয়ে আসে, নিহত নারী কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা কোচপাড়া এলাকার সামসুল আলমের মেয়ে আরজু আক্তার। তার সঙ্গে লিটনে প্রেম থেকে বিয়ে হয়। ২০২০ সালের অক্টোবর মাসে বদলির পর তারা খুলনার পুটিমারী এলাকায় বাসা ভাড়া নেন। কিছুদিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিটন ধারাল অস্ত্র দিয়ে আরজু আক্তারকে হত্যা করেন। এরপর মরদেহের সঙ্গে লোহার পাত বেঁধে রূপসার আঠারোবেকী নদীতে ফেলে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২১ সালের ১১ নভেম্বর মামলায় তদন্ত কর্মকর্তা খুলনা পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান তদন্ত শেষে লিটন কুমারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত লিটন কুমার দেবনাথকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

তিনি আরও জানান, এই রায়ে তারা সন্তুষ্ট এবং এটি নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা