× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপিল বিভাগেও জামিন পাননি হলমার্কের জেসমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১১:০০ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১১:৪৬ এএম

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম। ছবি : সংগৃহীত

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম। ছবি : সংগৃহীত

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য তিন মাস পর ফের উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, এ মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু জেসমিন ইতোমধ্যে আট বছর জেলে আছেন, তাই তাকে জামিন দেওয়া উচিত। তিনি আরও বলেন, দুদকও চার্জশিট দিতে পারেনি।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছেন, কিন্তু এখন কমিশন না থাকায় তা অনুমোদন করা যাচ্ছে না। এর ফলে আপিল বিভাগ তিন মাস জামিন শুনানি স্থগিত রাখেন।

২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট জেসমিন ইসলামকে জামিন দিয়েছিলেন, তবে দুদক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে এবং ১৬ জুন আপিল বিভাগ জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন এবং হাইকোর্টে জামিন আবেদন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা