× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১৫ পিএম

চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন। আটকাদেশ কার্যকর করতে আইনের ৩৫ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায় জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২২ সালে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে এসবিএসসি ব্যাংক পিএলসি। ওই মামলায় অর্থঋণ আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করে। ডিক্রিকৃত ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকা সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এই মামলা করা হয়।

গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় খেলাপি ঋণ আদায়ে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা