চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:১৫ পিএম
১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন। আটকাদেশ কার্যকর করতে আইনের ৩৫ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায় জারি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২২ সালে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে এসবিএসসি ব্যাংক পিএলসি। ওই মামলায় অর্থঋণ আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করে। ডিক্রিকৃত ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকা সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এই মামলা করা হয়।
গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। এই অবস্থায় খেলাপি ঋণ আদায়ে মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ।