নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৬:০৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ পিএম
মাওলানা মামুনুল হক। ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলার রায় পেছানো হয়েছে।
মামলাটির বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ছুটিতে থাকায় মামলাটির রায় পেছানো হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
এর আগে গত ৩ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেন।
এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।