চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০ পিএম
এবিএম ফজলে করিম চৌধুরী। ছবি : সংগৃহীত
দুই দিনের রিমান্ড শেষে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুই দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আজ সকালে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয়। পুলিশের যেই গাড়িতে করে তাকে আদালতে আনা হয়, ওই গাড়িতে রেখেই রিমান্ড শেষ হওয়ার বিষয়টি আদালতকে অবহিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আদালত সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন। ওই মামলায় গত ২৪ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুইদিনের রিমান্ড দেন।
গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির করা মামলাটিসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় করা অন্তত ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।