× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন ভারতীয় গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪০ পিএম

গ্রেপ্তার সঞ্জিত। প্রবা ফটো

গ্রেপ্তার সঞ্জিত। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা পরিদর্শন করতে গিয়ে সন্দেহভাজন ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি নিজের নাম সঞ্জিত এবং বাড়ি ভারতের নদিয়া জেলায় বলে দাবি করেছেন।

তাৎক্ষণিক বাংলাদেশে অবস্থান করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। পুলিশের সন্দেহ, মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তার যোগসূত্র থাকতে পারে।

জেলা পুলিশ সুপার আব্দুল জলিল জানান, গত ১৪ সেপ্টেম্বর দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করে। খবর পেয়ে পরদিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে ফরিদপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে।

তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

তাদের একজনকে জিজ্ঞাসাবাদে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অন্য ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম সঞ্জিত এবং ভারতের নদিয়া জেলায় তার বাড়ি বলে পরিচয় দেন। একইসঙ্গে তার বাবার নাম নিল কান্ত বিশ্বাস বলে জানান পুলিশকে।

এসময় বাংলাদেশে কীভাবে প্রবেশ করেছেন এবং ভাঙ্গা উপজেলায় কেন অবস্থান করছেন- এসব বিষয়ের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট কিংবা ভিসা কোনটিই দেখাতে পারেননি। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা