প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০০ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। ফাইল ফটো
ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে লালবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। লালবাগ থানায় লালবাগের রসুলবাগ এলাকার বাসিন্দা কামরুল হাসানের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হবে।
এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানান, হত্যা মামলার আসামি হিসেবে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লালবাগ থানায় লালবাগের রসুলবাগ এলকার বাসিন্দা কামরুল হাসানের ১৯ আগস্ট করা হত্যা মামলায় হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালককে গুলি করে হত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করা হয়। সলু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গত ২০ জুলাই ট্রাকচালক মো. সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন তার ভাই রফিকুল ইসলাম। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের সরাসরি নির্দেশনা, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হামলা চালানো হয়।
সেদিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফিরছিলেন। তখন তাকে গুলি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।