প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫১ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৭ পিএম
সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসান তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতে কর্মরত একজন উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আবদুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। একই মামলায় ২৬ আগস্ট তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা করেন। ২৫ আগস্ট রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কয়েকজন আসামি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়। রুবেল গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর হাসপাতালে মারা যান।
আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।