প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৩:২৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৩:৪৬ পিএম
এহসানুল হক সমাজী। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে আইনজীবী এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজীকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
নিয়োগের পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।
নিয়োগ বাতিল না করলে সমাজীকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলেও প্রতিবাদকারীরা সমাবেশে হুঁশিয়ারি দেন।
এরই মধ্যে পিপি পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন এহসানুল হক সমাজী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।