× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপুরে আদালতে তোলা হবে আনিসুল ও সালমানকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১১:৫১ এএম

গ্রেপ্তারের পর সালমান এফ রহমান (বাঁয়ে) ও আনিসুল হকের দড়িবাঁধা ছবি সমাজমাধ্যমে ভাইরাল। পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার ওপর বসে ছিলেন তারা। ছবি : সংগৃহীত

গ্রেপ্তারের পর সালমান এফ রহমান (বাঁয়ে) ও আনিসুল হকের দড়িবাঁধা ছবি সমাজমাধ্যমে ভাইরাল। পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার ওপর বসে ছিলেন তারা। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার হওয়া সদ্যসাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ বুধবার (১৪ আগস্ট)। এদিন দুপুর ১২টার দিকে তাদের আদালতে নেওয়ার কথা।

মঙ্গলবার (১৩ আগস্ট) মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশে তুলে দেয়। পুলিশ তাদের ডিবিতে সোপর্দ করে।

পুলিশসূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরই সরকারের অনেক মন্ত্রী ও এমপি গা-ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন। এ ছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা