প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১১:১১ এএম
হাইকোর্ট। ফাইল ফটো
রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবহিকতায় সুপ্রিম কোর্টে পরিবর্তনের হাওয়ায় আপিল বিভাগে নতুন চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর সোমবার (১২ আগস্ট) চারজন বিচারপতিকে আপিল বিভাগে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।
শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে।
চার বিচারপতি হলেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক। তারা এর আগে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণআন্দোলনে সরকার পতনের পঞ্চম দিন ১০ অগাস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার হাইকোর্ট বিভাগের আরও চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ করা হলো।