বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৩:৩৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৫:০৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে ঢাকার সিএমএম আদালতে সতর্ক পাহারায় পুলিশ। প্রবা ফটো
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) সতর্ক পাহারায় আছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা ফটক বন্ধ করে দিয়ে সতর্ক অবস্থান নেন। এ সময় সিএমএম কোর্টের ফটকের সামনে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়।
এ ছাড়া মূল ফটক ছাড়াও আদালত এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে পুলিশ। পুরো আদালত এলাকায় পোশাকধারী পুলিশ সদস্য ছাড়াও সিভিল পোশাকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে সিএমএম কোর্টে আসেন ডিএমপির অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। তিনি আদালত এলাকা পরিদর্শন করেন।
এদিকে শিক্ষার্থীদের ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে পুরো পুরান ঢাকা এলাকাতেই পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বাহাদুর শাহ পার্ক এলাকাসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।