প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১১:০৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১২:১৪ পিএম
ফাইল ছবি
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি বুধবার (৩১ জুলাই) হচ্ছে না।
জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। যে কারণে আজ শুনানি হচ্ছে না।
এর আগে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করে সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। পাশাপাশি ছয় সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত।
ওইদিন রিটের শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলও ঘটে। আন্দোলনকারীদের লক্ষ করে সরাসরি গুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হট্টগোল হয়। শুনানিতে আওয়ামী লীগপন্থি বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও।
শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে উচ্চ আদালত বলেন, এতে তারা লজ্জিত; কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। আবার গ্রেপ্তার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কি না তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত।