প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ০১:২০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১১:২৩ এএম
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধে জাতীয় সংসদকে চার পরামর্শ দিয়েছিলেন হাইকোর্ট।
সোমবার (১৫ জুলাই) পরামর্শগুলো বাতিল করে সংশোধিত রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক চৌধুরী গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট তার রায়টি সংশোধন করেছেন। সংশোধিত রায়ে আগের দেওয়া পরামর্শগুলো রহিত করা হয়েছে।
চোরাচালানবিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিডিআরের (বর্তমানে বিজিবি) করা মামলার আসামি জাকির হোসেনের সাজা বাতিলের রায়ে চারটি পরামর্শ দেওয়া হয়েছিল। গত বছরের ৩ আগস্ট বিচারপতি আশরাফুল কামালের দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ১১ জুলাই প্রকাশ করা হয়; যা সোমবার সংশোধন করা হলো।
রায়ে সংসদকে দেওয়া চার পরামর্শ ছিল–সীমান্তরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করা। ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস সম্পত্তি থেকে বরাদ্দ দেওয়া। সীমান্তলাইন থেকে ৮ কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা রাখা, যেন ৮ কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যায়। এ ছাড়া সীমান্তরেখা থেকে ৮-১০ কিলোমিটার মধ্যবর্তী স্থান বিজিবির যাবতীয় স্থাপনা, প্রশিক্ষণসহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখা।