× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক পোস্ট কেন্দ্র করে সাইবার আইনে মামলা

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৮:৪১ পিএম

ফেসবুক পোস্ট কেন্দ্র করে সাইবার আইনে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত রবিবার (৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন রাজবাড়ী মহিলা দলের সদস্য ও ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া আক্তার স্মৃতি।

আদালত সূত্র জানায়, বাদীপক্ষে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী কামরুল ইসলাম সজল, নিহার হোসেন ফারুক, এরশাদ আহমেদ ও সফিকুল ইসলাম সফিক। বিচারক আগামী ২০ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেছেন।

মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখকে। আরও ৪-৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে কোরবানির পশুর হাট কেন্দ্র করে ১৮ জুন রাত ১১টার দিকে দেলোয়ার শেখ ও সৌদি প্রবাসী আকবর খানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়। ওই রাতে সোনিয়া আক্তার স্মৃতি ফেসবুক ব্রাউজ করার সময় একটি ফেসবুক পেজ থেকে সংঘর্ষ-পরবর্তী লাইভ দেখেন। তখন তিনি মারামারি ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা দায়েরের বিষয়ে জানতে পারেন। বিস্তারিত জেনে আকবর খানের চাঁদা দাবির ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন মনে হওয়ায় এবং চাঁদা চাওয়ার বিষয়টি হাস্যকর মনে হওয়ায় আকবর খানের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন স্মৃতি। এ বিষয়ে দেলোয়ারসহ অন্যান্য আসামিরা স্মৃতির বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনা ও মানহানিমূলক পোস্ট দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেলোয়ার শেখের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই ধরনের কোনো পোস্ট করা হয়নি। স্মৃতি যে ঘটনা উল্লেখ করেছেন, ওই দিনের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেলোয়ারের আইডিতে এ-সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে দাদশী ইউনিয়নের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্ট করার প্রমাণ পাওয়া গেছে।

ফোনে কল দিয়ে জানতে চাইলে স্মৃতি শুধু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি এর বেশি কোনো কথা বলতে রাজি হয়নি। স্মৃতি জানান, তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। 

নিজের আইডি থেকে কোনো পোস্ট না দিয়েও মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে আমি মানহানির মামলা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা