× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারপতি গোলাম রাব্বানী ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র : প্রধান বিচারপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১২:৩৯ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৪:৫৬ পিএম

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী। ফাইল ছবি

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী। ফাইল ছবি

অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী দেশের বিচার অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, যতদিন এদেশের বিচার অঙ্গন থাকবে, আইন থাকবে, ততদিন বিচারপতি গোলাম রাব্বানী বেঁচে থাকবেন।

বুধবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর জানাজার আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিচারপতি গোলাম রাব্বানী কাজপাগল মানুষ ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি তার রায়ের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’

বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি গোলাম রাব্বানীর জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সিনিয়র আইনজীবীরাসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।

জানাজা শেষে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিচারপতি গোলাম রাব্বানীর মরদেহে।

গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা যান।  তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

১৯৯২ সালে তিনি বিচারপতি হন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যান তিনি। আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা