× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রায় দেড় লাখ টাকা বেতনে সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১১:৪৩ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১১:৫১ এএম

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে জনবল নেবে। ছবি : সংগৃহীত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে জনবল নেবে। ছবি : সংগৃহীত

সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)

পদসংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ৩.০ ও জিপিএ/সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ারের নিচে নয়, এমন বা সমমান পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার সিস্টেমে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং পাবলিক প্রকিউরমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৩ মে, ২০২৪-এ সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন : এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত এ চুক্তি নবায়নযোগ্য।

চাকরির স্থান : ঢাকা

বেতন : ১ লাখ ৪৯ হাজার টাকা

যেভাবে আবেদন করা যাবে

আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ছবিসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এ লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১০০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), এশিয়ান টাওয়ার (পঞ্চম তলা), প্লট # ৫২, রোড # ২১, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময় : ১৩ মে, ২০২৪, বিকাল ৫টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা