প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০০:০৭ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩৭ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) ফেস্টে ঘুরে দেখা যায়, চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা। সিভি জমা দেওয়ার হিড়িক পড়েছে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোতে।
এই ক্যারিয়ার সামিটে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য টেক্সটাইল প্রতিষ্ঠান হ্যামস গ্রুপ। হ্যামস গ্রুপের চারটি অঙ্গপ্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড, হ্যামস ফ্যাশনস লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেট লিমিটেড ও ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশ। হ্যামস গ্রুপের স্টলে আছেন হ্যামস গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান চৌধুরী এবং সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আছেন তারই সুযোগ্য সহোদর ইঞ্জিনিয়ার সাইফুর রহমান চৌধুরি।
হ্যামস গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘চাকরিপ্রার্থীদের জন্য এখানে আমাদের চারটি অঙ্গপ্রতিষ্ঠানের যেসব পদে মানবসম্পদ প্রয়োজন, সেসব পদে অন দ্যা স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েন করার সুযোগ রয়েছে।’