× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন ক্যাটাগরিতে ৯৫ পদে নিয়োগ দেবে রাজউক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২৩:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শর্ত সাপেক্ষে প্যানেল প্রস্তুতের জন্য আইন উপদেষ্টা, আইন পরামর্শক ও প্যানেল আইনজীবী পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: আইন উপদেষ্টা

পদসংখ্যা: ১০

যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: আইন পরামর্শক

পদসংখ্যা: ১০

যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: প্যানেল আইনজীবী

পদসংখ্যা: ৭৫

যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশায়/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের রাজউকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ওপরে উল্লেখিত তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, রাজউক বরাবর আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি

‘চেয়ারম্যান, রাজউক’, ঢাকার অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি বা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (আইন), আইন শাখা, অষ্টম তলা, এনেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা