× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টম শ্রেণি পাসে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৩:০৬ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজস্ব খাতের নিম্নবর্ণিত চার ক্যাটাগরির পদে ২০তম গ্রেডে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ল্যাব এটেনডেন্ট

পদসংখ্যা: ৬ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)


২. পদের নাম: প্লাম্বিং হেলপার

পদসংখ্যা: ১ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)


৩. পদের নাম: ইলেক্ট্রিক হেলপার

পদসংখ্যা: ২ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)


৪. পদের নাম: মালি

পদসংখ্যা: ২ (স্থায়ী)

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস ও বাগানে কাজ করার অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)


যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, মৌলভীবাজার, হবিগঞ্জ।


প্রার্থীর বয়সসীমা

১৩.১১.২০২৩ তারিখে বয়সসীমা ১৮ বছর হতে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৩, বিকেল ০৫:০০টা পর্যন্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা