× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:০২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৩ পিএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি অধ্যাপক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক পদে নিয়োগ দেবে। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহীরা যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ সময় : ২ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত (অফিস সময়ের মধ্যে)

পদ  :  অধ্যাপক (অ্যাপারেল) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : The candidate must possess a First Class or equivalent CGPA in B.Sc. Engineering/Technology or equivalent degree in the relevant branch and a Ph.D. or an equivalent degree in the relevant discipline from a recognized university/institution plus 10 (ten) years of professional experience of which at least 05 (five) years in active teaching in the post of Assistant professor and/or above [of which at least 02 (two) years must be in the post of Associate professor and/or above] plus at least 05 (five) numbers of publications of which 03 (three) must be in recognized/referred journal.

OR,

The candidate must possess a First Class or equivalent CGPA in B.Sc. Engineering/Technology or equivalent degree in the relevant branch and an M.Phil. or an equivalent degree in the relevant discipline from a recognized university/institution plus 15 (fifteen) years of professional experience of which at least 08 (eight) years in active teaching in the post of Assistant professor and/or above [of which at least 02 (two) years must be in the post of Associate professor and/or above] plus at least 05 (five) numbers of publications of which 03 (three) must be in recognized/referred journal.

OR,

The candidate must possess a First Class or equivalent CGPA in B.Sc. Engineering/Technology or equivalent degree in the relevant branch and an M. Sc. or an equivalent degree in the relevant discipline from a recognized university/institution plus 20 (Twenty) years of professional experience of which at least 10 (ten) years in active teaching in the post of Assistant professor and/or above [of which at least 02 (two) years must be in the post of Associate professor and/or above] plus at least 05 (five) numbers of publications of which 03 (three) must be in recognized/referred journal.

পদ : রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা এর সমতুল্য জিপিএ/সিজিপিএসহ কমপক্ষে মাস্টার্স/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং প্রশাসনিক/একাডেমিক কাজে প্রথম শ্রেণির পদে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে ডেপুটি রেজিস্ট্রার পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডাটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

পদ : পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা এর সমতুল্য জিপিএ/সিজিপিএসহ কমপক্ষে মাস্টার্স/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং একাডেমিক পরীক্ষাসংক্রান্ত কাজে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডাটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

পদ : পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি /বিভাগ বা এর সমতুল্য জিপিএ/সিজিপিএসহ কমপক্ষে মাস্টার্স/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপপরিচালক (ডেভেলপমেন্ট/প্ল্যানিং/প্রকিউরমেন্ট) পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডাটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

শর্তাবলি :

১। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস  বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের একটি ফরমেট সংগ্রহপূর্বক পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।

২। বর্ণিত পদসমূহের জন্য সাত সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে।

৩। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানের কাছ থেকে চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র (Testimonial) এবং চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৪। আবেদনপত্রে ও খামের ওপর সুস্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।

৫। সব আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮’ বরাবর পাঠাতে হবে।

৬। সোনালী ব্যাংক লি.র যেকোনো শাখা থেকে অনলাইনের মাধ্যমে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর-০১২৪২০০০-২১৮৩, সোনালী ব্যাংক লি., তেজগাঁও শি/এ শাখা, ঢাকা’র অনুকূলে ৭৫০ টাকা প্রেরণ করতে হবে এবং কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৭। শিক্ষক পদে অভিজ্ঞতা বলতে Full time Professional job or teaching experience at degree level in recognized institution (Govt. Semi-Govt. only)-এ সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতাকে বোঝাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা