× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট’-এ চাকরি

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৭:০৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৭:২৪ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট’-এ চাকরি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন ‘বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট’ একাধিক পদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) প্রাপ্য হবেন।

আগ্রহীরা আবেদন করতে পারেন। 


আবেদনের শেষ সময় : ০১ জানুয়ারি ২০২৩

পদ : উপ-পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও এক্সটারনাল এ্যাফেয়ার্স) , গ্রেড- ০৫) 

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রিসহ MPH ডিগ্রি থাকতে হবে। Public Health / Population Science/Demography/Nutrition/Epidemiology/Health Economics/Social Work/Sociology-তে Post Graduate ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা পরিচালনা, গবেষণা প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ১০ (দশ) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে এককভাবে ২টি অথবা যৌথভাবে ৩টি প্রকাশনা থাকতে হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : সর্বোচ্চ ৪৫ বছর

পদ : সহকারী পরিচালক (বায়ো-মেডিকেল রির্সাচ) , গ্রেড- ০৬)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রিসহ MPH ডিগ্রি থাকতে হবে। Public Health / Population Science/Demography/Nutrition/Epidemiology/Health Economics/Social Work/Sociology-তে Post Graduate ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, সমন্বয়, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স :  সর্বোচ্চ ৩৫ বছর 

পদ : সহকারী পরিচালক (রির্সাচ এন্ড ট্রেনিং) , গ্রেড- ০৬)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি/সমাজ বিজ্ঞান/সমাজকল্যাণ/পরিসংখ্যান/অর্থনীতি/স্বাস্থ্য অর্থনীতি/উন্নয়ন অর্থনীতি/ Public Health / Population Science/Demography/ Nutrition/Epidemiology-তে নূন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপি-এর ক্ষেত্রে নূন্যতম ৩.০০ থাকতে হবে। M.Phil/Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, গবেষণা ও প্রশিক্ষণ সমন্বয়, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : সর্বোচ্চ ৩৫

পদ : সহকারী পরিচালক (ডাটা ম্যানেজমেন্ট) , গ্রেড- ০৬)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি / Public Health/ Population Science/Demography/ Nutrition/Epidemiology-তে নূন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। M.Phil/Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, সমন্বয়, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : সর্বোচ্চ ৩৫ 

পদ : গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিকেল রির্সাচ) , গ্রেড- ০৬) 

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি/পরিসংখ্যান/অর্থনীতি/কম্পিউটার সায়েন্স/সমাজ বিজ্ঞান/সমাজ কল্যাণ/Public Health / Population Science / Demography / Nutrition / Epidemiology-তে নূন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিজিপি-এর ক্ষেত্রে নূন্যতম ৩.০০ থাকতে হবে। M.Phil/Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) গবেষণা তথ্য ও উপাত্ত (ডাটা ম্যানেজমেন্ট) বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : ২৪- ৩০ বছর

পদ : গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা,  গ্রেড-০৯)

পদসংখ্যা :০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি/সমাজবিজ্ঞান/সমাজ কল্যাণ/পরিসংখ্যান/অর্থনীতি/স্বাস্থ্য অর্থনীতি/উন্নয়ন অর্থনীতি/Public Health / Population Science / Demography/ Nutrition/Epidemiology-তে নূন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম সিজিপি-৩.০০ থাকতে হবে। M.Phil/Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, গবেষণা ও প্রশিক্ষণ সমন্বয়, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : ২৪-৩০ বছর

পদ : গবেষণা ও পাবলিকেশন্স কর্মকর্তা;  গ্রেড- ০৯)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি/পরিসংখ্যান/গণযোগাযোগ ও সাংবাদিকতা/সমাজ বিজ্ঞান/সমাজ কল্যাণ/অর্থনীতি/ Public Health / Population Science/ Demography/Nutrition/Epidemiology-তে নূন্যতম ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। নূন্যতম সিজিপি-৩.০০ থাকতে হবে।

খ) প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, গবেষণা ও প্রশিক্ষণ সমন্বয়, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিংসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : ২৪-৩০ বছর

পদ : গবেষণা কর্মকর্তা (ডাটা ম্রানেজমেন্ট) , গ্রেড- ০৯)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) এমবিবিএস ডিগ্রি/পরিসংখ্যান/অর্থনীতি/কম্পিউটার সায়েন্স/সমাজবিজ্ঞান/ সমাজ কল্যাণ/Public Health / Population Science / Demography / Nutrition/ Epidemiology-তে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম সিজিপি-৩.০০ থাকতে হবে। M.Phil/Ph.D ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

খ) গবেষণা তথ্য ও উপাত্ত (ডাটা ম্যানেজমেন্ট) বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন, রিপোর্ট রাইটিং/সম্পাদনাসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে)।

বয়স : ২৪-৩০ বছর

পদ : প্রশাসনিক কর্মকর্তা ; গ্রেড- ০৯

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ ডিগ্রি-তে নূন্যতম সিজিপি-৩.০০ থাকতে হবে। খ) মানব সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও উন্নয়ন, প্রশাসনিক কৌশল প্রণয়ন ও প্রশাসন পরিচালনায় অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক।

বয়স : ২৪-৩০ বছর

পদ : হিসাবরক্ষণ কর্মকর্তা  ; গ্রেড-০৯

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/মার্কেটিং/ফাইনান্স এন্ড ব্যাংকিং/অর্থনীতি/পরিসংখ্যাণ বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ ডিগ্রি-তে নূন্যতম সিজিপি-৩.০০ থাকতে হবে।

খ) আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

গ) কম্পিউটার জ্ঞান আবশ্যক (এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে)।

বয়স : ২৪-৩০ বছর

পদ : ড্রাইভার ; গ্রেড- ১৬)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা : ক) ৮ম শ্রেণি উত্তীর্ণ।

খ) হালকা/মধ্যম পর্যায়ের গাড়ি চালানোর বৈধ পেশাদার লাইসেন্সসহ গাড়ি চালনায় ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ২১-৩০ বছর

পদ : অফিস সহায়ক (এমএলএসএস) ; গ্রেড- ০৯

পদসংখ্যা : ০২

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।

বয়স : ১৮-৩০ বছর

আবেদনের শর্তাবলি : 

১. আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ই-মেইল ও মোবাইল/ফোন নম্বর ইত্যাদি তথ্য উল্লেখসহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, সকল শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার ও নাগরিকত্বের সনদসহ সকল সনদের সত্যায়িত কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র গবেষণার শিরোনামের তালিকা এবং ড্রাইভার পদের জন্য ড্রাইভিং লাইন্সেসের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ;

৩. একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে;

৪. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

৫. বয়স প্রমাণের ক্ষেত্রে ৮ম শ্রেণি উত্তীর্ণ/এসএসসি/সমমানের সনদে বর্ণিত জন্ম তারিখ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। আগামী 01/01/2023 খ্রিঃ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স গণনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নিয়োগবিধি অনুযায়ী যোগ্য আবেদনকারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নির্ধারণ করা রয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়;

৬. মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা প্রকাশনা/প্রশিক্ষণ সনদ/অভিজ্ঞতার সনদের মূলকপি উপস্থাপন করতে হবে;

৭. আবেদনপত্র পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বরাবর এবং আবেদনপত্র ‘বিজ্ঞাপনদাতা, জিপিও বক্স নম্বর-২৭৯, ঢাকা-১০০০‘ এই ঠিকানায় আগামী ০১ জানুয়ারি ২০২৩ তারিখে (অফিস চলাকালীন সময়ের মধ্যে) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না;

৮. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

৯. গত ১০ নভেম্বর ২০২১ তারিখের ‘দৈনিক যুগান্তর’ (ডিজি-২২৪৯) এবং ১২ নভেম্বর ২০২১  তারিখের ‘দি ডেইলি অবজারভার’ (জিডি-৫৪৯৮) পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;

বিস্তারিত জানতে ক্লিক করুন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা