× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩০০ কর্মী নেবে টিএমএসএস

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:২১ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪২ পিএম

১৩০০ কর্মী নেবে টিএমএসএস

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাঞ্চ ম্যানেজার (BM) পদে ২০০, শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে ১০০ , ফিল্ড সুপারভাইজার পদে ১০০০ জনকে নিয়োগ দেবে সংস্থাটি।  কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি করপোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানি বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে এ ছাড়া ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাসসহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে। 

আগ্রহীরা আবেদন করতে পারেন। 

আবেদনের শেষ সময় : ০৫ জানুয়ারি ২০২৩ 

পদ : ব্রাঞ্চ ম্যানেজার (BM)

পদসংখ্যা : ২০০ 

কর্মস্থল : টিএমএসএস-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সমগ্র বাংলাদেশ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান/এমবিএ। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাসকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৩ বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

বয়স : ১৮-৩৫ বছর 

বেতন-ভাতা : চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকল্যে ৩৬,৬৩০/- টাকা (ক্রেডিট অ্যালাউন্সসহ) । শিক্ষানবিশকালে ২৫,৫৩০/- টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল ০৬ মাস।


পদ : শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্যে স্নাতক তবে বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় MS Office ও Internet। শিক্ষানবিশকালে Browsing কাজে দক্ষতাসহ টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ থাকতে হবে।

কর্মস্থল : ময়মনসিংহ ডোমেইন

বয়স : ১৮-৩৫ বছর।

বেতন-ভাতা : চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকল্যে ২৯,১৫০/- টাকা (ক্রেডিট অ্যালাউন্সসহ)  শিক্ষানবিশকালে ২১,০০০/- টাকা প্রাপ্ত হবেন শিক্ষানবিশকাল ০৬ মাস। 


পদ : ফিল্ড সুপারভাইজার (FS)

পদসংখ্যা :  ১০০০ 

কর্মস্থল : ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ ডোমেইন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি/সমমান। ঋণ কর্মসূচিতে মাঠপর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। ঋণ বিতরণ কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স : ১৮-৩৫ বছর। 

বেতন-ভাতা : সর্বসাকল্যে ২৬,৭৩০/- টাকা (ক্রেডিট অ্যালাউন্সসহ)  তবে শিক্ষানবিশকালে ১৮,৬৩০/- টাকা প্রাপ্ত হবেন। 


বি: দ্র: সকল পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শর্তাবলী :

১। আগ্রহী প্রার্থীগণকে ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন ০৫ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ০১নং পদের জন্য বর্ণিত সকল ডোমেইন, ০২নং পদের জন্য ময়মনসিংহ ডোমেইন ও ৩নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ ডোমেইন বরাবর আবেদন সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে।

• টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০।

• টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮-সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

• টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী ।

• টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর. কে. রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর ।

• টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।

• টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলিগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর#৭, বাসা#৯/৪, নিউ মার্কেট উপশহর, যশোর।

• টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।

• টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিএন্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল সদর, বরিশাল।

• টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, নিমনগর, বালুবাড়ী (নাজমা কিন্ডার গার্টেন স্কুলের পার্শ্বে), দিনাজপুর সদর, দিনাজপুর

• টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।

টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর। টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।

২। নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ২০০/- টাকার মানি রশিদ/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ :

সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা

• যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র ‘টিএমএসএস’ শিরোনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।

ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা/কর্মী আবেদন করতে পারবেন না ।

বিস্তারিত ওয়েবসাইটে জানতে পারবেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা