× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:২০ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৭:১২ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী ২০২৩ সালে সৈনিক পদে পুরুষ মহিলা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত স্কেলে বেতন, ভাতা, পেনশনসহ বিনামূল্যে খাবার  বাসস্থান, নিজ পরিবার এবং পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারি পোশাক-পরিচ্ছদ, নিজ পরিবারের জন্য ভর্তুকিমূল্যে রেশন, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সব জেলার পুরুষ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলি নিম্নরূপ

এসএমএস ও অনলাইনে আবেদন শুরু : ১০ ডিসেম্বর, ২০২২

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩

১. একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেডে (TT) আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএনসিসির (BNCC) সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে এসএমএস অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা প্রদান করতে হবে।

২. যোগ্যতা

ক. সাধারণ ট্রেড (GD) - পুরুষ মহিলা।

() বয়স :  মার্চ, ২০২৪ তারিখে ১৭ বছরে কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

() শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-.০০ পেয়ে উত্তীর্ণ।

. টেকনিক্যাল ট্রেড (TT) - পুরুষ মহিলা।

() বয়স : মার্চ, ২০২৪ তারিখে ১৭ বছরে কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

() শিক্ষাগত/কারিগরি যোগ্যতা

ক. এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-.০০ পেয়ে উত্তীর্ণ।

খ. এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিম্নে উল্লিখিত টেবিল অনুযায়ী ন্যূনতম মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

গ. শারীরিক মান

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে : উচ্চতা (ন্যূনতম) ১.৬৮ মিটার ( ফুট ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য .৬৩ মিটার ( ফুট ইঞ্চি)।

ওজন (ন্যূনতম) : ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)

বুক (ন্যূনতম) : স্বাভাবিক .৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত .৮১ মিটার (৩২ ইঞ্চি)

ঘ. স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।

ঙ. সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)

চ.  বৈবাহিক অবস্থা :  অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)

মহিলা প্রার্থীর ক্ষেত্রে : উচ্চতা (ন্যূনতম) : ১.৬০ মিটার ( ফুট ইঞ্চিবিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ছাড়াবিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য .৫৬ মিটার ( ফুট ইঞ্চি)

ওজন : ৪৭ কেজি (১০৪ পাউন্ড)

বুক ন্যূনতম : স্বাভাবিক .৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত .৭৬ মিটার (৩০ ইঞ্চি)


এসএমএস অনলাইনে মাধ্যমে আবেদনের নিয়মাবলি - পুরুষ মহিলা প্রথ ধাপ

ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে :

১. সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

২. টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

টেকনিক্যাল ট্রেডে (TT) ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল- অনুযায়ী হবে ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক টেবিল- অনুযায়ী সেই ট্রেডে কোড এসএমএসে দিতে হবে।

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TT TRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 TT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

৩. বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। বিএনসিসি সদস্যরা যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (BNCCGD) এবং টেকনিক্যাল ট্রেডে (BNCCTT) আবেদন করতে পারবেন।

ক.  সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে :

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCCGD

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 BNCCGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

খ. টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে :

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCCTT TRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 BNCCTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

৪. সেনাসস্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সেনা সদস্যের সন্তানরা যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (SSGD) এবং টেকনিক্যাল ট্রেডে (SSTT) আবেদন করতে পারবেন।

ক. সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে :

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODESSGD

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

খ. টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে :

প্রথম এসএমএস : SAINIK 1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE SSTT TRADE CODE EXAM CENTER CODE

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 SSTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদিএ ছাড়া স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK-এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা