প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৫:১১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে সাসটেইনেবল সল্যুশন অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা রিফিউজি কমিউনিটি ইন ক্যাম্পস প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম, পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, জেন্ডার স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিবিভি প্রোগ্রামিংসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান আর্কিটেকচার ও ম্যান্ডেটস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ডব্লিউজিএসএস, লাইফ স্কিলস, ইএএসই, ইএমএপি, এসএএসএ প্রোগ্রাম সম্পর্কে জানাশোনা ও অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থান: কক্সবাজার
বেতন: মাসিক ১,৫৯,৯২৩ টাকা
অন্যান্য সুবিধা: মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৪।