প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) ‘পাবলিকেশন কো-অর্ডিনেশন অফিসার (এডিটর)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: পাবলিকেশন কো-অর্ডিনেশন অফিসার (এডিটর)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ পাবলিকেশন কো–অর্ডিনেশন, ইংরেজি ভাষায় পাবলিকেশন, লেখালেখি, কমিউনিকেশন, পাবলিক অ্যাফেয়ার্সে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৫ আগস্ট ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
চাকরির স্থান: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ১৬ হাজার ৩২৪ মার্কিন ডলার (১৯ লাখ ১৭ হাজার ২৫২ টাকা প্রায়)।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য–জীবন–দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে–কেয়ারের সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪ (নেপাল সময়)।